১। জনবলঃ
· উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শালিখা, মাগুরা-১ (এক) জন কর্মরত।
· প্রশিক্ষক ১ (এক) জন কর্মরত ।
· অফিস সহকারী কাম-কম্পিউটর অপারেটর ১ (এক) জন কর্মরত।
· এম. এল. এস. এস ২ (দুই) জন কর্মরত।
২। উপজেলার মোট আয়তন ----------ঃ ২২৮.৮২ বর্গ কিঃ মিঃ
৩। মোট জনসংখ্যা ------------------- ঃ ১,৪৭,৬৬৩ জন (২০০১)
· পুরুষ ----------------------- ঃ ৭৫,৭৪২ জন (২০০১)
· নারী -----------------------ঃ ৭১,৮৮১ জন (২০০১)
· শিক্ষার হার------------ঃ ৪৩.৩৬%
৪। যে সকল সেবাসমূহ প্রদান করা হয়ঃ
· উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধ করা।
· উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ সেলে অভিযোগ গ্রহণ ও সালিশীর মাধ্যমে অভিযোগের মিমাংসা করা।
· উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা করা হয়।
· নারী ও শিশু পাচার রোধকল্পে সচেতনতামূলক উঠান বৈঠক ও উপজেলা কমিটির মাসিক সভা করা হয়।
· যৌতুক ও বাল্য বিবাহের বিরম্নদ্ধে সচেতনতা মুলক উঠান বৈঠক ও যৌতুকের বিরম্নদ্ধে স্বাÿর গ্রহণ করা হয়।
· উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা করা ও তৃণমূল পর্যায়ে মহিলাদের উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করন ও প্রতিবন্ধকতাসমূহ দূর করার চেষ্টা করা।
· গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলাদের ইউপি ভিজিডি কর্মসূচীর বাসত্মবায়ন করা খাদ্য বিতরণ এবং সঞ্চয় মনিটরিং করা।
· মহিলাদের আত্নকর্মসংস্থানের লক্ষমাত্র ৫% সার্ভিস চার্জ প্রদানের শর্তে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।
· প্রতি অর্থ বছরে ৩০ (ত্রিশ) জন মহিলাকে অত্র কার্যালয় থেকে দর্জি বিজ্ঞান ও নকশী কাঁথার ট্রেডের উপর প্রশিÿণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়।প্রশিÿণকালীন সময়ে তাদের প্রতি কর্ম দিবসে ২০ (কুড়ি) টাকা করে ভাতা দেওয়া হয়। উৎপাদনমূখী ঘূর্ণায়মান ঋণ কর্মসূচীর আওতায় ১০% সার্ভিস চার্জ প্রদানের লক্ষয ২ (দুই) বছর মেয়াদী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে ঋণ দেওয়া হয়।
· পুরাতন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নবায়নের সুপারিশ ও নতুন সমিতি রেজিট্রিকরনের জন্য সুপারিশ করা হয়।
· স্বেচ্ছাসেবী মহিলা সমিতি পরিদর্শন করা হয়।
· গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দরিদ্র মা’র জন্য মার্তৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী বাসত্মবায়ন করা হয়।
· বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতি ২ (দুই) বছর মেয়াদের জন্য নীতিমালার ভিত্তিতে দরিদ্র মায়েদের ভাতা প্রদান কর্মসূচীর আওতায় নির্বাচন করা হয়।
· এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপর যাবতীয় সরকারী আদেশ-নির্দেশ সফল ভাবে বাসত্মবায়ন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস