কথিত আছে এক সময়ে এই অঞ্চলে প্রচুর পরিমানে শালি ধান জন্মাইত বলিয়া সুলতান শেরশাহের লোকজন শেরশাহ সড়ক তৈরী করার সময়ে এই অঞ্চলের শালিধানের চিড়া খাইয়া পরিতৃপ্তহন।তাহারা শালিধানের সার্বজনীনতা রকাশের লক্ষ্যে এলাকার নাম রাখেন"শালিখা" মতান্তরে অনেকেবলেন এক সময়ে এঅঞ্চলে অগনিত শালিক পাখি ভীড়জমাইত, শালিখে ধান খাইয়া যাইত সুবাদে নাম হইয়াছে"শালিখা" তবে প্রথমোক্ত মত অধিক গ্রহন যোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস