৫নং শালিখা ইউনিয়ন পরিষদ
উপজেলা:শালিখ জেলা:মাগুরা
ইউআইএসসি কার্যক্রমঃ
১। জন্ম নিবন্ধন করা ও সনদ প্রদান করা হয়।
২। সল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হয়।
৩। ইন্টারনেট ব্রাউজিং করা হয়।
৪। কম্পিউটার কম্পোজ করা হয়।
৫। দেশ-বিদেশে ই-মেইল করা যায় এবং ই-মেইল এ্যাকাউন্ট খোলান হয়।
৬। ৫ মিনিটে সল্প খরচে ছবি তোলা হয়।
৭। ইন্টারনেটে ইন্ডিয়ান ভিসা ফরম পূরণ করা হয়।
৮। মোবাইলে ফ্লেক্সিলোড দেওয়া হয় ।
৯। দেশ-বিদেশে ভিডিও কলে কথা বলা যায়।
১০। ডিসি অফিসে নাগরিক আবেদন ফরম পূরণ করে পাঠানো যায়।
১১। ডিসি অফিসে সকল আবেদন ও অভিযোগ করা যায়।
১২। জামির দলিল লেখা হয়।
১৩। ইন্টারনেটে ভর্তিসহ সকল ফরম পূরণ করা হয় ।
১৪। ফটোকপি করা হয়।
১৫। কৃষি বিষয় যাবতীয় পরামর্শ দেওয়া হয়।
১৬। কর্মসংস্খান সহ সকল চাকুরির খরব পাওয়া যায়।
১৭। জীবন বীমা পলিসি করান হয়।
১৮। জমির খতিয়ান/পরচার নকল পাওয়ার জন্য আবেদন করা যায় ও পাওয়া যায়।
১৯। সকল ধরনের সরকারী আবেদন ফরম পাওয়া যায় ।
২০। সকল পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।
২১। দেশ-বিদেশে ছবি দেখিয়ে কথা বলান হয়।
২২। মাল্টিটিডিয়া প্রজেক্টর ভাড়া দেওয়া হয়।
২৩। মেমরী কার্ডে গান,ছবি,রিং টোন ডাউনলোড করান হয়।
২৪।এখানে মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে।
২৫।মোবাইল মেরামত করা হয়।
ছবি